গুরুদাসপুরে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার,নাটোর: নাটোরের গুরুদাসপুরে সুবর্ণা(১৮)নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।আজ বুধবার সকালে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত গৃহবধু তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও বিলহরিবাড়ী এলাকার জামাল মোল্লার ছেলে সাগর আলীর স্ত্রী।তবে এ ঘটনার পর থেকে শশুড় বাড়ির লোকজন পালাতক রয়েছে।নিহত গৃহবধুর গলার ডান কাঁধ দিয়ে রক্ত বের হওয়া এবং গলায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে গলা টিপে হত্যা করা হয়েছে ধারণা পুলিশের।
নিহতের বাবা হাফিজুর রহমান জানান,দুই বছর আগে বিলহরিবাড়ীর জামাল মোল্লার ছেলে সাগর আলীর সাথে তার মেয়ের বিয়ে দেন।বিয়ের পর থেকেই বিভিন্ন ভাবে স্বামী ও শশুড় বাড়ির লোকজন মেয়েকে নির্যাতন করে আসছিলো।বেশ কয়েকদিন আগেও তার মেয়ে বাপের বাড়িতে গিয়ে স্বামীর বাড়িতে আর আসতে চায়নি।অনেক বুঝিয়ে শেষ বারের মত স্বামীর বাড়িতে মেয়েকে পাঠান হঠাৎ আজ ভোরে শশুড় বাড়ি এলাকা থেকে তাকে জানানো হয় তার মেয়ে গলায় ফাঁস নিয়েছে।এসে দেখেন তার মেয়ের গলার ডান কাঁধ দিয়ে রক্ত বের হচ্ছে এবং গলায় গুরুত্বর আঘাতের চিহ্ন রয়েছে।মেয়ে সুবর্ণাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান,নিহত গৃহবধুর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।সুরতহাল রিপোর্ট আসার পর মুল ঘটনা জানাযাবে বলে তিনি জানান।