অলীক সন্ধান
আদিত্য
খুঁজে ফিরি
এক নারী
যে বিদ্রোহ
যে যোদ্ধা
যে সৃষ্টি
যে মুক্ত
যে অগ্নি
যে স্পষ্ট
যে যুক্তি
যে বুদ্ধি
যে শক্তি
যে দৃঢ়তা
যে অজেয়
যে কঠোর
যে করুণা
যে মানুষ
যে স্বয়ং সম্পূর্ণ
মৃত্যু
তোমাকে ঘিরে রহস্য করে চলে কত যুগ
তোমার জন্য অন্তহীন অপেক্ষায় কত প্রাণ
তোমার থেকে মুক্তি লোভে অমৃতের সন্ধান
তবু অনিবার্য পরিণতি হয়ে তুমি আছো
ডিএনএর প্রতিটি পদে তোমার শৃঙ্খল
সকল প্রাণে তোমার নিরপেক্ষ পরিণাম
তোমার মৃদু আলিঙ্গনে অনুভূতি অসার
তোমার মত প্রিয় কে আছে বলো?