বড়াইগ্রাম, নাটোর নিউজ:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদে দায়িত্বরত ১০১ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৫ জন খতিব ও ৪৮ জন ইমামকে এক হাজার ৫০০ টাকা করে এবং ৩৮ জন মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে মোট এক লাখ ৩২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন তাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন। পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাউন্সিলর শহীদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বনপাড়া পৌর ইমাম কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা শামসুল হক ও আবুল খায়ের খান এবং মাওলানা আব্দুল মান্নান তিরাইলী বক্তব্য রাখেন।