টেস্টিমনি
বদরে মুনীর
মৃত্যুর মুহূর্তে ছিলে মৃগীর উপমা!
ব্যধের বিজয়ে। ঝ’রে যায় লজ্জা যার অঝোরে, অমেয়।
জ্যা থেকে জম্ভর বেগে প্রেমের তর্জমা ধারা গেল ব’য়ে সপ্তম স্বর্গের শীর্ষে, নিম্ন নরকেও।
সেই ঝড় অবশান্ত, সেই পরিক্রমা। আহত বিস্ময় জাগে মায়া; মতিভ্রম পাশ্ববর্তী কেউ।
আবার আসিও প্রিয় পরস্ত্রীপরমা; বিনা বিনিময়ে, তাগিদের-নিয়তির খ্যাপ খেটে যেও।
বিশিষ্ট কবি বদরে মুনীরের জন্ম ১২ জুলাই ১৯৭২ রাজশাহীতে। পেশায় শিক্ষক। বর্তমান আবাস নাটোর। প্রকাশিত বইপত্র – আঙ্গুলের উচ্চাকাঙ্ক্ষা, মায়ার মুরতি, যাতনার যতি, আমরা যারা ভুল করেছিলাম, পোকাসংহিতা, ফুলকিনিচয়, উপমানুষের নকশা।
কবি বদরে মুনীর তার লেখা দিয়ে বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন এবং করে চলেছেন। তার এই প্রচেষ্টা দীর্ঘজীবী হোক।
আজ নাটোরের বিশিষ্ট কবি বদরে মুনীরের জন্মদিনে নাটোরনিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।