অবিচ্ছেদ্য অংশ বিশেষ
মুসা আকন্দ
যদি পারতাম বয়স নামক বেপরোয়া স্রোতকে থামাতে,
জীবনের চারদশকে আবার সাজিয়ে নিতাম নিজেকে,
চিন্তার ব্যাসার্ধে ক্রমাগত হুমড়ি খেয়ে পড়ি,
আকাশের কার্নিশে একটু ফাটল তাতেই বয়ঃসন্ধি,,,
মোমেরপুতুল পুতুল কিনলাম শখে,
সলতে’তে আগুন জ্বালাতেই মিশে গেলে অনায়াসে।
মিনি কক্সবাজারের সৈকতের সাথে, আমিও ভেসে গেলাম অনিমেষে।
তোমার কষ্টের ভাগ নিতে কতদিন জল ঢেলেছি নিজের মাথাতে,
কত দিন, রজনী, প্রভাতে রবির সাথে বিলীন করেছি স্বপ্নের অবিচ্ছেদ্য অংশ বিশেষ।
তাতেই তুমি খুশি হে নারী!
তাতেই তুমি অশ্রুসিক্ত,
আর আমি ভস্মীভূত।