Homeজেলাজুড়েসংবাদ প্রকাশের পর বাগাতিপাড়ার রাস্তাটির তিন বছর পর পুনরায় কাজ শুরু

সংবাদ প্রকাশের পর বাগাতিপাড়ার রাস্তাটির তিন বছর পর পুনরায় কাজ শুরু

বাগাতিপাড়া, নাটোর নিউজ:
নাটোরের বাগাতিপাড়ায় টেন্ডারের তিন বছরেও সড়ক সংস্কারের কাজ হয়নি। এমন সংবাদ নাটোর নিউজ 24 ডট কম এ প্রকাশের পর অবশেষে সেই রাস্তার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

সম্প্রতি এই বিষয়টি নিয়ে জনদূর্ভোগের সংবাদ নাটোর নিউজ সহ বেশ কয়েকটি মিডিয়ায় প্রকাশিত হলে কয়েক দিনের মাথাই সংস্কার কাজ শুরু হয়েছে। বর্ষা মওসুমে ভাঙ্গা সড়কে পানি জমে জলাবদ্ধতায় জন দূর্ভোগের সৃষ্টি হয়। কয়েক বছর ধরে সড়কটি মেরামতের কোন ব্যবস্থা না নেওয়ায় এর আগে স্থানীয়রা ভাঙ্গা সড়কে জাল ফেলে প্রতিবাদও করেছিলেন। এরপরেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। দ্রুত সড়কটি মেরামত করে পথচারীদের চলাচলে দূর্ভোগ নিরসনের দাবি তুলে ধরে সংবাদ প্রকাশ করেন এ প্রতিবেদক।

উপজেলার এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে জেলার বাগাতিপাড়া ও সিংড়া উপজেলার ৫ টি সড়ক একটি প্যাকেজের আওতায় প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও সংস্কার কাজের টেন্ডার হয়। নাটোরের উত্তর বড়গাছার মীর হাবিবুর আলম কাজটির ঠিকাদারী পান। ওই প্যাকেজে বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা থেকে মাধবাড়িয়া দেড় কিলোমিটার, জামনগর ভিতরভাগ-করমদোসি সড়কের দুই দশমিক ছয় কিলোমিটার সড়ক নির্মাণ এবং নাটোর-বাগাতিপাড়া সড়কের কসবে মালঞ্চি হতে তমালতলা বাজার হয়ে কালারা ব্রীজ পর্যন্ত ৫ দশমিক ৬ কিলোমিটার সংস্কার কাজের কথা ছিল। অন্য দুটি কাজের ডবিøউ বিএম এর কাজ করা হলেও নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়ক সংস্কার কাজ করা হয়নি। ওই সড়কটিতে তমালতলা বাজার এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারনে নতুনভাবে উঁচু করে সড়কটি সংস্কারের জন্য রিভাইজ প্রকল্প পাঠানো হয়। এটি এখনও অনুমোদনের অপেক্ষায় থাকার কারনে সড়কটির কাজ বন্ধ ছিলো। কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে কাজটি শুরু হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, প্যাকেজ প্রোজেক্টের আওতায় বাগাতিপাড়া উপজেলার ৩টি সড়কের মধ্যে দুইটির কাজ শেষ হয়েছে। তবে এই সড়কটি আরসিসি করার প্রস্তাব উর্দ্ধতন বরাবর প্রেরণ করা হয়েছিল। সে কারনে একটু বিলম্ব হয়েছে। তবে অনেক দিন অপেক্ষার পরে কাজটি শুরু করতে পেরে ভালো লাগছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments