Homeসাহিত্যলৌকিক - ডন শিকদার এর অনুগল্প

লৌকিক – ডন শিকদার এর অনুগল্প

অনুগল্প
লৌকিক
ডন শিকদার

– কিরে, একি বলছিস! তাই বলে একেবারে সাঁওতাল মাগী!
– তুই এমনভাবে মাগী বললি, যেন পৃথিবীর বাকি সব মেয়েই মরদ।
– তাহলে কি ম্যাডাম বলতে হবে?
– গালি দিলি কেন? ওরা ছোট জাত?নাকি ওদের গর্ভে মানুষ জন্মে না?
– না, মানে…
– হ্যা, আমি সন্ধ্যারানীকে ভালবাসি।
তার বাড়ির উঠান-তুলসী গাছ,
সাঁঝবেলার শাঁখের ডাক ভালবাসি।
ভালবাসি কুপির আলোয় তার সাজিয়ে দেয়া তামাক, গুনগুন সুরে পেছন ফিরে চাওয়া, কপালের আগুন রঙা লাল টিপ, কয়লা ধোয়া দাঁতের হাসি।
– তুইতো পাগল হয়ে গেছিস।
– না। আমি পাগল না, পাগল তোরা।
জাতপাত নিয়ে পাগলামি তোদের। একটা প্রশ্নের উত্তর দে।
– বল।
– বেশ্যার বিছানায় যাওয়ার আগে, তার জাত নিয়ে কেউ প্রশ্ন করে? বলে যে, এই জাত ছাড়া শোবো না। তখন জাতের আগে আসে রুপ লাবন্য দেহ সৌষ্ঠব। শোয়ার সময় জাতপাত লাগেনা, শুধু ভালবাসলে লাগে?
– এসবতো পুরনো কথা।
– হ্যা, এইসব পুরনো কথাকে বাঁচিয়ে রেখেছিস তোরাই। তোদের জন্যই এই মিথ্যাগুলো অশান্তি তৈরী করে।
– বাজে বকিস না..
– বাজে, হাঃ হাঃ… তাহলে আমার ভালবাসার কথা শুনে আৎকে উঠলি কেন?
– তোর কথা হয়তো ঠিক। কিন্তু কিইবা করার আছে বল?
– আছেতো, আজ তুই আমার পাশে দাঁড়া, আমার ভালবাসাটা সহজ মনে মেনে নে। কাল অন্য কেউ এমন ভালবাসার পাশে দাঁড়াবে। পরিবর্তন এভাবেই আসবে। আসবে কিনা বল?
– আমি জানিনা রে, সত্যিই জানিনা। তবে একুটু বুঝলাম, তুই সত্যিই ভালবেসেছিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments