Homeসাহিত্যসুন্দর - কবি রহমান হেনরী'র কবিতা

সুন্দর – কবি রহমান হেনরী’র কবিতা

সুন্দর ।। রহমান হেনরী
সুন্দর উদ্বিগ্ন নয়— ভীত নয়—
ফলে, সে সুন্দর।
কে তার পকেট কেটে মুদ্রা ও মোহর নেবে
কে তার সিন্দুক ভেঙ্গে লুটে নেবে হীরা-জহরত
কে তার বাপের ভিটা
জাল দলিলের বলে, বাহুবলে, বেদখল দেবে—
এ রকম সহস্রেও পরোয়া করে না;
তাকে কেউ দুমড়ে-মুচড়ে দিলে, পুনরায়
উলম্বে দাঁড়ায়; শরীরের ধুলা ঝেড়ে
নির্বিকার হেঁটে যায় নির্বিঘ্নের দিকে—
তাই সে সুন্দর।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments