কবি আদিত্য’র কবিতা “জিজ্ঞাসা”
জিজ্ঞাসা
রাষ্ট্র, আলোচনা, যুদ্ধ?
পক্ষ, রাজনীতি, ধর্ম?
কেন অস্ত্র?
কেন যুদ্ধ?
কেন মৃত্যু?
কেন ধ্বংস?
কেন উগ্র,
জাতীয়তাবাদ
এর নগ্ন বাণিজ্য?
পৌরাণিক আবরণ;
কেন মানুষ আবদ্ধ?
কেন পুঁজি প্রযুক্তি
গড়ে নিত্য আধুনিক
মারণাস্ত্র?
জানি জন্ম,
জানি মৃত্যু,
জানি জীবনও যুদ্ধ;
জানি চির
নিয়মের বার্তা।
তবু কেন জানি না,
কেন মানুষ-মানুষ এর
দিকে হানে অস্ত্র?