বাঁশিওয়ালা
মোহাম্মদ সেলিম
আজ বাঁশি বাজাও
বাঁশি বাজাও গো!
বৃষ্টিরাতের এই পৃথিবী
বিদীর্ণ করে বাজাও বাঁশি।
ওপার বিলের শালুক জলে
ভিজে ছিলাম দুজন মিলে
তোমার বাঁশির আগুন সুরে
যাবো আমি যাবো পুড়ে।
বাঁশি বাজাও গো!
আজ সমবেত এই অন্ধকারে
ডুবে যেতে চাই—
বাঁশিওয়ালা বাঁশি বাজাও।