নাটোর নিউজ: করোনাকলীন সময়ে সাধারন মানষের মাঝে সজলভ্যে পণ্য সামগ্রী পৌছানোর লক্ষ্যে নাটোরে শুরু হয়েছে টিসিবির মাধ্যমে খোলাবাজারে ন্যায্য মূল্যে পন্য বিক্রি। আজ সোমবার বিকালে শহরতলীর দিঘাপতিয়া উত্তরা গণভবনের বাইরের আমবাগানে ট্রাকে শুরু করাহয় এ ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের।
এখানে ন্যায্য মূল্যে মসুর ডাল,চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু হয়। খবর ছড়িয়ে পড়লে আশে পাশের নিম্ন আয়ের মানুষের ঢল নামে, মুহুর্তেই ট্রাক ঘিরে ভির জমে উঠে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গাদাগাদি করে পন্য কিনতে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ।বিক্রেতা যদিও বার বার দূরত্ব বজায় রাখতে বলছেন, কিন্তু কে শোনে কার কথা।
জনপ্রতি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি ও ১ কেজি মসুর ডাল এবং ১শ’টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল বিক্রি করছে টিসিবি ডিলার। করোনা সংকটে নিম্ন আয়ের মানুষের চাহিদা পূরনে সরকারের নির্দেশনায় এ কার্যক্রম চালানো হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা।