নীতির মহাজন
রফিকুল ইসলাম নান্টু
আজকে যারা বলছো মুখে
অনেক বড় কথা,
পেছন ফিরে একটু দেখ
খোল নিজের খাতা।
মনের মত দামটি পেলে
বিবেক ব্যাচো হাটে,
একটু ভাবো তোমার মুখে
নীতির কথা খাটে?
চলছো চেটে চোখটি বুঁজে
দেখলে নাতো কি,
নিজেই বলো বাঁকাও আঙ্গুল
তুলতে হলে ঘি !
ইচ্ছে তোমার পূর্ণ হলেই
সকল কিছু ন্যায্য,
বাদ বাঁকি সব- যাকিছু হোক
করছো তাহাই ত্যাজ্য ?