বাগাতিপাড়া, নাটোর নিউজ: নাটোরের বাগাতিপাড়ায় কঠোর লকডাউনে ঋণের কিস্তি আদায় করতে গিয়ে মুচলেকা দিতে হয়েছে। মজনু মিয়া নামে ব্র্যাক এনজিও’র এক কর্মী রবিবার বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ এলাকায় ঋণের কিস্তি আদায় করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, বাগাতিপাড়ার ব্র্যাক অফিসের পিও (প্রোগ্রাম অর্গানাইজার) মজনু মিয়া করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশ অমান্য করে রোববার দুপুরে ঘোরলাজ এলাকার এক নারী গ্রাহকের বাড়িতে ঋণের কিস্তি আদায় করতে যান। এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশের সহযোগিতা নিয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রাহকের বাড়িতে এনজিও কর্মকর্তা মজনু মিয়াকে পাওয়া যায় এবং কিস্তি আদায় সংক্রান্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চলমান লকডাউনের মধ্যে ঋণের কিস্তি আদায় না করার শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।