আমি হুলহুলিয়া আদর্শ ও ডিজিটাল গ্রামের সন্তান
মো: স্বাধীন সরদার
আমি সেই হুলহুলিয়ার গ্রামের সন্তান
চনল বিলের পাড়ে যার অবস্থান।
সেখানে আছে দর্শনীয় অনেক স্থান।
হুলহুলিয়া ডিজিটাল হাব, কমিউনিটি সেন্টার, গেস্ট হাউজ, সামাজিক উন্নয়ন পরিষদ, দি হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব।
হ্যাঁ আমি সেই হুলহুলিয়া গ্রামের সন্তান।
যেথায় আছে গুনিজন তাদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম হেড পন্ডিত মফিজ উদ্দিন, কাদের তাং, হানিফ উদ্দিন মিয়া, রহমতুল্লাহ
হ্যাঁ আমি সেই হুলহুলিয়া গ্রামের সন্তান।
যেথায় আছে দানশীল সংগঠন বটবৃক্ষ, এবং এর কার্যক্রম ব্যাপক বিস্তৃত লাভ করে।
এই সংগঠনের প্রায় সকল সদস্য চাকুরীজীবি।
হ্যাঁ আমি সেই হুলহুলিয়া গ্রামের সন্তান।
এই গ্রামে রয়েছে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় অন্যতম সকল গুনিজন ঐ স্কুলের ছাত্র।
চিকিৎসার অভাবে যেই গ্রামে যায়না কারো প্রাণ।
হ্যাঁ আমি সেই হুলহুলিয়া গ্রামের সন্তান।
দেশ উন্নয়নে যে গ্রাম রেখেছে এক অনন্য অবদান।
সেই গ্রামে হেড পন্ডিত মফিজ উদ্দিন প্রামানিক, কাদের তাং, হানিফ উদ্দিন মিয়া, রহমতুল্লাহ , শরফুল ইসলাম বাচ্চু ডাক্তার এর জন্ম।
তাই তো বলি আমার কাছে আমার গ্রাম সেরা।
আমার কাছে আমার গ্রাম স্বপ্ন দিয়ে ঘেরা।