বড়াইগ্রামে করোনাভাইরাস সংকট মোকাবেলায় ফ্রি টেস্ট ক্যাম্পের উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাস পরীক্ষার জন্য ফ্রি টেস্ট ক্যাম্প চালু করা হয়েছে। এতে সহজেই বনপাড়া ও আশেপাশের বাসিন্দারা করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে পারবে এবং ৫মিনিটের মধ্যে করোনা পজিটিভ হয়েছে কিনা তা জানা যাবে।
বড়াইগ্রাম উপজেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকালে কালিকাপুর এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটে এই ফ্রি টেস্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়।
বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই সেবা কার্যক্রমের উদ্বোধন করে সাংবাদিকদের জানান, মানুষ যাতে সহজে করোনা পরীক্ষা করাতে পারে, সেজন্য এই ফ্রি করোনা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হলো। সম্পূর্ণ বিনামূল্যে বনপাড়ার মানুষজন এই সুবিধা গ্রহণ করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান, বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি,ডাঃ আনছারুল হক,ডাঃ ওয়ালিউল্লাহ, বনপাড়া পৌর যুবলীগের শাখার সভাপতি মোঃ জাকির হোসেন সরকার সাধারণ সম্পাদক নাহিদ পারভেজসহ গনমাধ্যমকর্মীরা।