Homeসাহিত্যউলট অম্বল - এম আসলাম লিটন এর কবিতা

উলট অম্বল – এম আসলাম লিটন এর কবিতা

উলট অম্বল
এম আসলাম লিটন
.
আলোর গায়ে লেপটে আছে অমাবতি ঘোর।
রাতের চেয়েও অন্ধকারে যাচ্ছে ডুবে ভোর
ডুব সাঁতারে উঠছে ভেসে তলিয়ে যাওয়া তল
ফুলের আগেই গাছে গাছে প্রষ্ফুটিত ফল ।
গতির রেখা পিছিয়ে গতি ধিরগতিতে বয়
ঘড়ির কাঁটা উল্টে সময় হচ্ছে অসময়।
বড়রা সব হচ্ছে ছোট, ছোটরা সব বড়
প্রকম্পিত ব্যাঘ্র-সাহস কুঁকড়ে জড়সড়!
সাধুর বসন জড়িয়ে গায়ে সমাদৃত চোর
রাতের চেয়েও অন্ধকারে যাচ্ছে ডুবে ভোর।
বাতাস বেজায় হচ্ছে ভারি, বইতে গেছে ভুলে
কুলের মাঝি কুলহারিয়ে ঘুরতে থাকে কুলে
পথগুলো দিগ্ভ্রান্ত হয়ে বিপথে পথ হাঁটে
থলের বিড়াল বেরিয়ে এসে বাঘের গালে চাঁটে।
চোখের কোণে প্রহেলিকা দৃষ্টিহীন এক ঘোর
রাতের চেয়েও অন্ধকারে যাচ্ছে ডুবে ভোর।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments