বোনের নাম মহানন্দা
চন্দ্রশিলা ছন্দা
বোনের নামটি মহানন্দা বালুবাগান ভাই,
জন্মভূমি মা যে আমার জেলাটা চাঁপাই
কী যে মধুর মোমের শহর আমার জন্মভূমি,
জাগিয়ে তুলি কিশোরবেলা স্মৃতির কপাল চুমি।
বোনের কথা বলবো আগে শোনো এবার তবে,
প্রতিদিনই যেতাম ঘাটে তুমুল কলরবে।
পিঠালু বা পানার মোচায় হেল্লু খেলার টান,
ডুবসাঁতারে গা ভাসাতাম জুড়িয়ে যেত প্রাণ।
ঘন্টা দুয়েক পেরিয়ে যেতো মহানন্দার জলে,
দেরির কারণ বলতে হবে মা কে নানান ছলে!
ঘাট থেকে তাই ফেরার পথে মা’র বকুনির ভয়,
মাগুলো যে কেন এমন এতো ভীতু হয়?
ছোট্ট শহর চাঁপাই আমার আমবাগানে ছাওয়া,
দুপুরবেলা পুতুল নিয়ে ঘর পালিয়ে যাওয়া।
গাছের মাটির পুকুর পাড়ে ঘ্রাণে দিতাম ডুব,
মনভোলানো বুনোফুলে মন কাড়তো খুব।
এই মাটিতে শুয়ে আছে শহীদ জাহাঙ্গীর,
বাঘের মত লড়ে ছিলেন একাত্তরের বীর।
তাই তো বলি মা যে আমার জন্মভূমি চাঁপাই,
গ্রামের নামটি বালুবাগান, গ্রামটি আমার ভাই।
সুবাসিত সেই মাটিতে ঘুমিয়ে বাবা-মা,
উড়ে উড়ে আমিও যাবো হলদে পাখির ছা।
ভালো থেকো চাঁপাই আমার ভালো থেকো সব,
মিলবো আবার সবার সাথে করবো কলরব।
২৮.৬.২০২১