নাটোরের গোপালপুর খাদ্য গুদামের কর্মকর্তা প্রত্যাহার
স্টাফ রিপোর্টার, নাটোর
২০০ বস্তা সরকারি গম সরিয়ে রাখার ঘটনায় নাটোরের লালপুর উপজেলার গোপালপুর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে প্রত্যাহার করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা জানান, গোপনে ২০০ বস্তা সরকারি গম পরিত্যাক্ত একটি কোয়ার্টারে সরিয়ে রেখেছিলেন রফিকুল ইসলাম।
গত ২৫ জুন উপজেলা প্রশাসন সেগুলো উদ্ধার করে পুণরায় গুদামজাত করে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্তে করে গম সরানোর সত্যতা পায়। এর ফলে রফিকুল ইসলামকে প্রত্যাহার করে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে নেয়া হয়। একই সাথে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সেখানের দায়িত্ব নিয়েছেন সিরাজগঞ্জ সদরের খাদ্য গুদামের কর্মকর্তা ছানোয়ার হোসেন।