Homeগুরুত্বপূর্ণনাটোরে ভয়াবহ রেকর্ডসংখ্যক ১৬১ জন আক্রান্ত, মৃত্যু ৭ জনের

নাটোরে ভয়াবহ রেকর্ডসংখ্যক ১৬১ জন আক্রান্ত, মৃত্যু ৭ জনের

নাটোরে একদিনের রেকর্ডসংখ্যক ১৬১ জন আক্রান্ত, মৃত্যু ৭ জনের

নাটোর নিউজ: নাটোর সদর হাসপাতালে করোনাসহ উপসর্গে ২ মারা গেছে ।এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে পাঁচজন এনিয়ে জেলায় সর্বমোট মৃতের সংখ্যা আজ সাত জন। নাটোর সদর হাসপাতালে মৃতদের মধ্যে রেজিয়া (৬২) নামে এক নারী করোনায় এবং মজিবর (৬০) নামে এক বৃদ্ধ উপসর্গে মারা যায়। এ নিয়ে সরকারি তালিকা মতে করোনায় অর্ধশত মানুষ মারা গেলেন।

এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে ভয়াবহ রেকর্ড ১৬১ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমনের হার ২৮.২৪ শতাংশ। যা গতদিনের চেয়ে ৮.৪৩ শতাংশ কম। জেলায় মোট আক্রান্ত ৩৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭২৩জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। মোট মৃত্যু ৫০ জন। এদিকে শুধুমাত্র জুন মাসেই মারা গেল প্রায় ২৮ জন মানুষ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আপডেট

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জন করোনা পজেটিভ ও বাকি ১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁ ২জন, নাটোরের ৫ জন এবং চুয়াডাঙ্গার ১ জন রয়েছেন। জুন মাসের ১-২৯ তারিখ ২৯ দিনে রামেকে করোনা উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৩৪৩ জনের। এতে করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা যান ১৭০ জন। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের ২টি আরটিপিসিআর ল্যাবে ৪৫৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ১৬৮ জনের করোনা সনাক্ত হয়েছে।

হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩৬.৯২ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৭০ জন। হাসপাতালটিতে ৪০৫ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৪৫৯ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।

এদিকে জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে জেলার ৯টি উপজেলায় গত ২৪ ঘন্টায় ১৭১৫ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ মিলেছে ৩৬৩ জনের। শতাংশের হারে যা ২১.১৭%।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments