স্মৃতিময় বিষন্ন জীবন
দেবাশীষ সরকার
বিকেল হলেই শুরু হয় স্মৃতিময় বিষন্ন অপেক্ষার প্রহর,
অবোধ আকুলতারা করুন রঙিন খুচরো জীবনের
নিভৃত আলোতে সাজায় বরণ ডালা,
তবু শেষ হয়নাতো দুঃখের জলে ভাসা আশ্চর্য জীবনের
দিগন্ত থেকে দিগন্তের পথে পথ চলা।
হৃদয়ের মেঘ তখন ঝরে এক আকাশ কান্না হয়ে,
আমার কান্নারা তখন পূবার্কাশে তুমুল বৃষ্টির উৎসবে মাতে,
শেষ বিকেলের সোনা রোদ কান্নায় লেগে রাঙাও নতুন করে।
তখন দূর থেকে তুমি দেখো শুধু শুধুই রামধনু,
আর সাত রঙে ভেসে ভেসে
ঘন ঘন চুম্বন বন্যায় কাব্য কথার তপ্ত জোয়ারে
মোহিনী রাত্রীর আয়োজন করো।
দেখ্যো সন্ধ্যার আকাশটা রিক্ত পড়ে আছে…
তবু আমার আকাশেও রাত হয়! শেষ হয় না প্রতিক্ষার প্রহর চিরন্তন মুক্তির ভাঙাচোরা চাঁদ উঠে তখন আমার বিশাল আকাশ জুড়ে।