চমস্কি ও দানীউল – শোয়াইব জিবরান
আমার শিক্ষক, ভাষাবিজ্ঞানী ড. দানীউল হক স্যার গিয়েছেন নোওম চমস্কির সাথে দেখা করতে। সিডিউল গোলমালেই দেখা হলো না। দেখা হল তাঁর স্ত্রীর সাথে। তাঁর স্ত্রী তখনে বললেন, ড্যানীউল, সরি হয়ো না। আর তিনটা জিনিষ জীবনে কখনও করো না-
এক. যে বান্ধবী তোমাকে ছেড়ে গেছে তার পিছনে দৌঁড় দিও না। কেননা তোমার জীবনে আরও নতুন বান্ধবী আসবে;
দুই. যে বাস স্টপেজ ছেড়ে গেছে তার পেছনে ছুটো না। কেননা আরেকটি বাস আসবে। আর
তিন. চমস্কি যে থিয়োরী দিবে তা বিশ্বাস করো না। কেননা সে কিছু দিন পর আরেকটি নতুন তত্ত্ব দেবে!
গল্পটি বাক্যতত্ত্বের ক্লাসে স্যারের কাছ থেকেই সরাসরি শোনা।
সো বাংলার বুদ্ধিজীবী সমাজ, হাহাকার করবেন না। রিপন নিশ্চয় চমস্কির নতুন সিডিউল পাবেন।