Homeজেলাজুড়েনাটোর হাসপাতালে দশটি সিলিন্ডার দিলো জেলা প্রশাসন

নাটোর হাসপাতালে দশটি সিলিন্ডার দিলো জেলা প্রশাসন

নাটোর নিউজ: নাটোরে করনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। সেইসাথে হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। নাটোর সদর হাসপাতালে করোনা ওয়ার্ডের ৫০ শয্যার বিপরীতে রোগী রয়েছে ৬০ এর অধিক। রোগীদের এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। যেকোনো সময় দেখা দিতে পারে অক্সিজেন সংকট তাই বিভিন্ন সংস্থা, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী তরফ থেকে ইতি পূর্বে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দশটি সিলিন্ডার প্রদান করা হলো হাসপাতালে।

আজ বুধবার দুপুরে নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মঞ্জুরুল ইসলাম এর নিকট এই অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রব্বী। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ সালাহ উদ্দিন আল ওয়াদুদসহ সংশ্লিষ্টরা।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী বলেন এক লক্ষ ৭২ হাজার ৪২০ টাকা মূল্যের দশটি অক্সিজেন সিলিন্ডার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে যার প্রতিটি ধারণক্ষমতা ৬.৮ লিডার এসব সিলিন্ডার এর মাধ্যমে সরবরাহ কৃত কর্ণ রোগের চিকিৎসায় সহায়ক হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments