Homeসাহিত্যডন শিকদার এর অনুগল্প - কথপোকথন

ডন শিকদার এর অনুগল্প – কথপোকথন

ডন শিকদার এর অনুগল্প
কথপোকথন-১

– কি বুঝলেন?
– কি?
– প্রতিদিন একবার হলেও মনের কাঠগড়ায় দাড়াবেন।
– কেন?
– নিজেকে শুদ্ধ করতে পারবেন।
– কি দরকার?
– আরে সমস্যা কি? অপরাধী হলেও, বিচারকও তো আপনিই।

কথপোকথন – ২

ছায়াঃ সাবধান, খু..উব সাবধান।
আমিঃ কেন? কি হইছে?
ছায়াঃ ‘মুখে মধু অন্তরে বিষ’ শিল্পের পর্যায়ে গিয়ে পৌছেছে। কিচ্ছু বুঝার উপায় নাই, তাই সাবধান।
আমিঃ কারা করছে এসব?
ছায়াঃ আমি কি বললাম শোননি, ” শিল্পের পর্যায় “।
তবে সাধারনও পিছিয়ে নেই। সবাই যেন উঠেপড়ে লেগেছে!
আমিঃ তাহলেতো প্রতিযোগিতা অনেক!
ছায়াঃ তুমি আবার নেমে পড়ো না যেন? একটু এদিক সেদিক হলেই ফেঁসে যাবে।
আমিঃ চিন্তা নাই, আমার প্রতিযোগিতা ভাল লাগে না।
ছায়াঃ হ্যা, সাবধান, খু..উব সাবধান।
আমিঃ কানের কাছে ঘ্যানঘ্যান করিস নাতো বাল, আমাকে সাবধান করার তুই কে? আমি না থাকলে তোর কোন অস্তিত্ব আছে?
ছায়াঃ সেজন্যই তো বলছি, আমাকে কেউ মাড়িয়ে গেলেও আমার কিচ্ছু হবেনা, কিন্তু তোমাকে মাড়িয়ে গেলে তখন বুঝবে হু..
আমিঃ ( তর্ক করতে ভাল লাগছে না ) আমি তপ্ত রাজপথ ছেড়ে ছায়ায় গিয়ে দাঁড়ালাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments