নাটোরে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭০ জন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে নাটোরের একজন ও নাটোর সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক ব্যক্তিসহ মোট দুই জন মারা গেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭০ জন আক্রান্ত হয়েছেন। ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমনের হার ৩২.৫৫ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৮৭৮ জন।
এদিকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় করোনা রোধে জেলা প্রশাসন ঘোষিত দু’দফায় ১৪ দিনের কঠোর লকডাউনের আজ শেষ দিন। প্রতিদিেিনর মত আজও সকাল থেকে শহরের গুরুত্বপুর্ন এলাকায় কঠোর অবস্থান নিয়ে যানবাহন ও জনসাধারন চলাচল সীমিত করার কাজ করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে।
রাজশাহী মেডিকেল কলেজ আপডেট
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও বাকি ৮জন উপসর্গ নিয়ে মারা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের ১ জন রয়েছেন। জুন মাসের ১-২২ তারিখ ২২ দিনে রামেকে করোনা উপসর্গ নিয়ে মোট মৃত্যু ২৩০ জনের। এতে করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা যান ১১৭ জন।
গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল সহ বিভিন্ন ল্যাব টেস্টে ৩৮৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ১২৯ জনের করোনা সনাক্ত হয়েছে। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩৩.৫১ শতাংশ।
গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৫৬ জন। হাসপাতালটিতে ৩১০ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৯৩ জন রোগী। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
রাজশাহীর সিভিল সার্জন অফিসের দেয়া তথ্য মতে রাজশাহীর ৮ জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬৬৯টি এর মধ্যে পজিটিভ ৩২৬টি। শতাংশের হার ১৯.৫৩%।