নাটোর নিউজ বড়াইগ্রাম : ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযান ২০২১ এর অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলা আনসার ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ‘শান্তি, শৃংখলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা, হারোয়া আনসার ভিডিপি গ্রাম উন্নয়ন ক্লাবের সভাপতি ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী ।
বনপাড়া পৌর ওয়ার্ড দলপতি মো: আব্দুর রাজ্জাক, নগর ইউনিয়ন দলপতি মো: লুৎফর রহমান , মাঝগ্রাও ইউনিয়ন দলপতি আব্দুর রহমান, গোপালপুর ইউনিয়ন দলপতি আব্দুল বারী বিশ্বাস, এছাড়াও সকল ওয়ার্ড দলপতি, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, সহকারী আনসার কমান্ডার ও ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার প্রমুখ।
পরে উপজেলার ১৬৯ গ্রামে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মাঝে মোট ৩৪০ টি বনজ, ফলদ, ভেজস গাছের চারা বিতরন করা হয়।