Homeজেলাজুড়েসিংড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে অনশন

সিংড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে অনশন

সিংড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়ীতে অনশন

সিংড়া, নাটোর নিউজ: সিংড়া উপজেলার ০৫নং চামারী ইউনিয়নের চককালিকাপুর গ্রামের আমীন আলীর ছেলে মোঃ সবুজ (৩১)এর বাড়ীতে স্ত্রীর সীকৃতি পেতে পার্শ্ববর্তী কুমারখালি গ্রামের শারমিন আক্তার(২৫) নামের এক মেয়ে অবস্থান নিয়েছে। শারমিনের অভিযোগ,ছেলের সাথে পুর্ব পরিচিত এবং গার্মেন্টস এ একই সঙ্গে কাজ করার সুবাদে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং ছেলে মেয়ের সম্মতিতে কোর্ট ম্যারিজ করে ৯ এপ্রিল ২০২১ ইং তারিখে বিয়ে হয়।

বিয়ের কাগজ পত্র মেয়ে হাতে পাওয়ার পর পুর্ব পরিচিত এবং কাগজ পত্রে তথ্যের ভিন্নতা পাওয়ায় মেয়ের সন্দেহ হয় সবুজ তার সাথে প্রতারণার চেষ্টা করছে। সন্দেহ থেকে শারমিন তার বিবাহিত স্বামী সবুজের কাছে সামাজিক ভাবে স্বীকৃতির চাইলে সবুজ স্বীকৃতি দিতে অসম্মতি জানিয়ে গার্মেন্টস থেকে ৯জুন ২০২১ ইং তারিখে পালিয়ে বাড়ীতে আসলে শারমিন ও বাড়ীতে এসে পরিবারকে জানায়। শারমিনের পরিবার থেকে সবুজের পরিবারের সাথে যোগাযোগ করলে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং সবুজ থেকে নাম জালিয়াতির মাধ্যমে সুমন নামে নতুন ভোটার আইডি তৈরি করে নতুন পরিচয় ধারন করে এবং মেনে নিতে অসীকৃতি জানায়।

এমতাবস্থায়, ১৯ জুন ২০২১ ইং তারিখ বিকেল ০৫ টায় শারমিন স্ত্রীর স্বীকৃতির দাবিতে সবুজের বাড়ীতে অবস্থান নিলে সবুজের বাবার নির্দেশে সবুজ,সবুজের মা,বড় মা, ভাবি এবং দুলাভাই শারমিনকে মারধর শুরু করলে শারমিনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং তারা বাড়ী থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী সবুজ কে অবরুদ্ধ করে রাখে।কোনো সমাধান না হওয়া পর্যন্ত শারমিন সবুজের বাড়ীর সামনে অবস্থানে অনড় থাকবে বলে জানায়। শারমিন আক্তার জানায় এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments