নাটোরে করোনায় আরো একজনের মৃত্যু, জেলায় মোট ৪২, জুনেই ১৭
স্টাফ রিপোর্টার, নাটোর :
নাটোরের নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফায় লকডাউনের চতুর্থ দিন চলছে। তবুও সংক্রমন প্রতিদিনই বেড়েই চলেছে। কোন ভাবেই তা কমছে না। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের সংক্রমণ পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমনের হার ৩৭.৮৩ শতাংশ।
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে গতরাতে ১ জন মারা গেছে। জেলায় মোট আক্রান্ত ২৫৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ৪২ জনের । মোট মৃতের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে এই জুন মাসেই। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। হোম কোয়ান্টোইনে রয়েছেন ৯৫২ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাটোর সদর হাসপাতালে গতরাতে জয়দেব চন্দ্র (৪২) নামে আরো এক বক্তি করোনায় মারা গেছেন। শুক্রবার রাতে তিনি মারা যান। এনিয়ে নাটোরে মোট মৃত্যু ৪২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ জনের। সংক্রমনের হার ৩৭.৮৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৫৯৫ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ জন। এছাড়া হোম কোয়ান্টোইনে রয়েছেন ৯৫২ জন।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মনজুর রহমান শক্রবার রাতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জয়দেব চন্দ্র মারা যায় বলে নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কানাই চন্দ্রের ছেলে জয়দেব চন্দ্র।
এদিকে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফা লকডাউনের চতুর্থ দিনেও সকাল থেকে শহরের গুরুত্বপুর্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। তবে শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারনে শহরে মানুষের উপস্থিতি কিছুটা কম।
জেলা প্রমাসক মোঃ শাহরিয়াজ বলেন, করোনা সংক্রমন রোধে নাটোর ও সিংড়া পৌরএলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করে মাইকে প্রচার করা হচ্ছে। বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। আরোপিত বিধি নিষেধ থাকা অবস্থায় সামাজিক দুরুত্ব বজায় না রাখা সহ স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আপডেট
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন করোনা পজেটিভ ও বাকি ৭জন উপসর্গ নিয়ে মারা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহীর ৫ জন রয়েছেন। জুন মাসের ১-১৯ তারিখ ১৯ দিনে রামেকে করোনা উপসর্গ নিয়ে মোট মৃত্যু ১৯৪ জনের। এতে করোনা শনাক্ত বা পজিটিভ হয়ে মারা যান ১০৫ জন। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল সহ বিভিন্ন ল্যাব টেস্টে ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে ১১৩ জনের করোনা সনাক্ত হয়েছে।
হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৩০.০৫ শতাংশ। গেল ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ৪৬ জন। হাসপাতালটিতে ৩১০ শয্যার বিপরীতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৩৬৫ জন রোগী।