নাটোর নিউজ সিংড়া :নাটেরের সিংড়ায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ। স্থানীয় সরকার কাজটি দেখাশোনা করছে। প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মান কাজ পরিদর্শন করেন, জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আলীর সন্তান সালাহউদ্দিন আল আজাদ ছানা।
এসময় নির্মাণ কাজের কিছু ত্রুটি তুলে ধরেন এবং দ্রুত অসমাপ্ত কাজ সমাধানের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কে বলেন। এসময় তিনি এ প্রতিনিধি বলেন, মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির প্রচেষ্টায় সিংড়া বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মান কাজ শুরু হয়। কিছু জটিলতা তিনি নিরসন করেন।
এটি নির্মান কাজ শেষ হলে দর্শনীয় স্থানে পরিনত হবে। মুক্তিযোদ্ধার সন্তানরা এখানে তাদের স্মৃতি তুলে ধরতে পারবে। জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে ৩২ লক্ষ টাকা ব্যয়ে সিংড়া বাসস্ট্যান্ডে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করছে নাটোরের ঠিকাদার প্রতিষ্ঠান মন্ডল ইন্টার প্রাইজ। ঠিকাদার মনিন্দ্রনাথ মন্ডল জানান, আরো কিছু কাজ বাদ রয়েছে।
টাইলস এবং উন্নতমানের পাথর পেলে দ্রুততম সময়ে কাজটি শেষ করা হবে। স্বল্প বাজেটের কারনে কাজে তিনি লোকসানে পড়েছেন বলে জানান। সিংড়া উপজেলা সহকারী প্রকৌশলী বিপ্লব আলী জানান, কাজটি দ্রত শেষ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।