উন্নয়নের ঢোল না বাজিয়ে আগে ভ্যাকসিন আনুন – জাকির তালুকদার
করোনা এখন ঢেউ নয়, নিরন্তর স্রোত বা জলোচ্ছাস। মরছে মানুষ দলে দলে। প্রতিবেশী মরছে, বন্ধু মরছে, আত্মীয় মরছে। লকডাউন দিচ্ছেন ভালো কথা।
কিন্তু এখন প্রধান দরকার ভ্যাকসিন। বিশ্ব এখন করোনা প্রতিরোধে ভ্যাকসিনকে এক নম্বর প্রতিরোধ হিসাবে গ্রহণ করেছে। এখান থেকে ৫ লাখ, ওখান থেকে ৬ লাখ ভ্যাকসিন এনে আত্মতুষ্টিতে ভুগছেন। তা যে যথেষ্ট নয়, বরং অপ্রতুলের তুলনাতেও কম, এটা দেশের মানুষ বোঝে। টাকার তো অভাব নেই।
অন্য দেশকে ঋণ দেওয়ার আনন্দে ঢোল বাজিয়ে চলেছেন। এসব না করে ভ্যাকসিন আনুন। লাগবে ২০ কোটি ডোজ। আনুন। প্রয়োগ করুন। আপনাদের উন্নয়নের বক্তৃতা পরে শোনাবেন। আগে ভ্যাকসিন আনুন।