বিপত্তি
এম আসলাম লিটন
দূর থেকে কাছে এসে দূরে চলে যাও
পাল তুলে ভেসে যায় চৈতালি নাও
ক্ষণিকের প্রতাশা বুদবুদ তোলে
সুরভি বাতাসে মন দোদুল দোলে।
দূর থেকে শুনি যেই আগমন ধ্বনি
প্রহর গুনি;
যত কাছে আসো, প্রতাপে ভাসো
ভিরু বুকে বেড়ে যায় হৃদকম্পন
পাশে সরে যাই, বলা তো না যায়
বিপত্তি বেধে গেলে ভেঙে যাবে মন।
কাছে চলে এলে কাঁপে দুরুদুরু বুক
ওঠে ধুকপুক;
পেছনে ফেলে, পাশ কেটে গেলে
হাঁপছেড়ে বাঁচি যেন ধড়ে ফেরে প্রান
চলে গেলে দূর, বেদনা বিধুর
বিরহব্যাথায় করে মন আনচান।