তৌহিদ. নওগাঁ. নাটোর নিউজ: নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে লকডাউন তুলে নিয়ে জেলা জুড়ে ১৬ জুন পর্যন্ত ১৫ দফা বিধি নিষেধ আরোপ নওগাঁ করেছে প্রশাসন। আজ দুপুরে জেলা সার্কিট হাউস মিলনায়তনে এক প্রেস ব্রিফিং-এ এতথ্য জানান জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।
ব্রিফিং-এ জানানো হয়, সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও বিপনী বিতান খোলা রাখা যাবে। তবে চায়ের ষ্টল বন্ধ থাকবে। হোটেল রেস্তোরা শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না।
অর্ধেক যাত্রী নিয়ে গণ পরিবহন চলাচল করতে পারবে। এছাড়া চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তের সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে বিধি নিষেধে। চায়ের দোকানীদের জন্য সরকারী ভাবে সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।