Homeজেলাজুড়েনাটোরে স্বাস্থবিধি না মানায় ২১ জনকে জরিমানা, প্রয়োজনে কঠোর হবার পরামর্শ

নাটোরে স্বাস্থবিধি না মানায় ২১ জনকে জরিমানা, প্রয়োজনে কঠোর হবার পরামর্শ

নাটোর নিউজ: নাটোরে সামাজিক দূরত্ত্ব বজায় না রাখা, স্বাস্থবিধি না মানা ও মাস্ক না পড়ায় ২১ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে নিচাবাজার পর্যন্ত দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন পথচারী এবং দোকানদার ২১ জনকে ৬হাজার ১শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান। তবে আইন মানতে বাধ্য করানোর জন্য প্রয়োজনে আরো কঠোর হবার পরামর্শ সুধিজন ও সচেতন সমাজের প্রতিনিধিদের।

সম্প্রতি, গত এক সপ্তাহে করোনার সংক্রমনের হার ঊর্ধ্বমুখী থাকায় আগামীকাল ৯জুন থেকে ১৫ জুন পর্যন্ত নাটোর পৌরসভা এবং সিংড়া পৌর সভায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। তারই অংশ হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ করার কমাতে মাস্ক পরিধান নিশ্চিত করতেই এই অভিযান বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি আরো জানান করোনার সংক্রমণ না কমা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সুপার লকডাউন সফল করতে আজ মঙ্গলবার বিকেল ৫টায় পুলিশ সুপার লিটন কুমার সাহা হরিশপুর বাইপাস এলাকা থেকে পৌর এলাকা পরিদর্শনে বের হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments