বড়াইগ্রাম, নাটোর নিউজ: নাটোরের বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রণিসম্পদ প্রাঙ্গনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-০৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি। প্রদর্শনীতে মোট ৩৫টি ষ্টলে খামারীরা উন্নতজাতের গরু, মহিষ, ছাগল,ভেড়া, কবুতর, হাঁস, মুরগি, টিয়া, খরগোস, বিভিন্ন প্রজাতের প্রানী প্রদর্শন করে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রদর্শনীটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়ন করে।