Homeউত্তরবঙ্গনাটোরে বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কি:মি: পদযাত্রা

নাটোরে বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কি:মি: পদযাত্রা

বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কিলোমিটার পদযাত্রা
আল-আফতাব খান সুইট, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদী রক্ষার দাবিতে ১১ কিলোমিটার পদযাত্রা করেছে বড়াল পাড়ের তরুণ-তরুণী ও সুধীজনেরা।
শুক্রবার (৪ জুন) সকাল ৯টায় বড়াল পাড়ের বাসিন্দা আরিফুর রহমান কনকের উদ্যোগে এই পদযাত্রায় অংশ নেয় প্রায় অর্ধশত তরুণ-তরুণী ও সুধীজন।
পদযাত্রার শুরুতে বড়াল নদী রক্ষা কমিটির আহ্বায়ক এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী বলেন, নদীর প্রবাহ বন্ধ করার এখতিয়ার কারো নেই। বড়াল হলো পদ্মা ও যমুনার সংযোগকারী নদী। এই নদীর সকল প্রতিবন্ধকতা, অপরিকল্পিত ব্রীজ, স্লুইস গেটসহ সকল বাঁধ অপসারণ এবং দ্রুত নদীর সীমানা নির্ধারণ করতে হবে।
পদযাত্রার পাশাপাশি আয়োজকরা বিভিন্ন মোড়ে মোড়ে নদী সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাবেশ আয়োজন করেন। এমন একটি সমাবেশে আরিফুর রহমান কনক বলেন, নদী খনন করে অপরিকল্পিত স্লুইসগেট অপসারণ করতে হবে এবং অবৈধ দখলমুক্ত করতে হবে।
এছাড়া নদীর নাব্যতা সংকটে জীববৈচিত্র্য ধ্বংস এবং প্রতিবেশগত ক্ষতি হবার ফলে নদী অববাহিকার উপর নির্ভরশীল মানুষ হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেন বক্তারা।
তারা দ্রুততার ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করে খননের উদ্যোগ গ্রহণ করে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা ও নদীর উপর নির্ভরশীল মানুষের জীবন-জীবিকা রক্ষার জোর দাবী জানান।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জামনগর উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত ১১ কিলোমটার পথ হেঁটে যান।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments