বুকে বিঁধে বাণ
-এ.কে সরকার শাওন
স্বপন সনে না অবচেতনে
অনুভবে বুঝতে না পারি;
শতবর্ষ ধরে স্মৃতির মিছিলে
নিরবিচ্ছিন্ন পায়চারী!
এটা কোন জায়গা বন্ধু;
আমি এ কোন জনপদে সুহৃদ?
মনের বীণায় সুরের লহরী
দোলায় মনের ভিত!
মনের যত অক্ষত-ক্ষত
এক এক করে জ্বলে;
বুঝতো যে জন কোথায় সুজন
আজ কোন সে অস্তাচলে?
সবুজ মাঠ রাস্তাঘাট
সবই যেন শত জনমের চেনা!
দিগন্তরেখায় নীল চাদোয়ায়
শত ছবির আনাগোনা!
ঐ তো দূরে মেঘের পরে
কখনো সবুজ শ্যামলিমায়!
জলের রেখায় আলো-ছায়ায়
কার মুখচ্ছবি আঁকি হায়!
বাতাসে করুণ সুর লহরী দারুণ
কার পাগলকরা আহবান!
মনের আকাশে ঝড়ের তোড়ে
বুকে বিঁধে শত শত বাণ!
কবিতাঃ বুকে বিঁধে বাণ
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা!