Homeসাহিত্যতবুও কি বলবে ! ইসাহাক আলীর কবিতা

তবুও কি বলবে ! ইসাহাক আলীর কবিতা

তবুও কি বলবে

ইসাহাক আলী

শরীরের সাথে লেপ্টে যাওয়া শরীর শব্দের সাথে একাকার হওয়া ছোট বড় নিশ্বাসের বিসর্জন, কাছে আসতে আসতে দুজনের শরীরের উষ্ণতা ভাগাভাগি জৈবিক উগ্রতার অন্তমিল মানেই কি আপন কিছু ! তবে, সমাজের চোখে হীন অচেনা গলির ললনাদের কামুক বিসর্জিত সম্পর্কও তো কাছের সম্পর্ক, কাছের মানুষ? আসলে কি তাই ! বিপরীত অবস্থানের অবারিত আকর্ষনে গড়ে ওঠা জৈবিক সম্পর্কের স্থিতি কি – সাময়িক মোহের দুঃস্বপ্নের মঞ্জিল নয়? তাহলে কাছের মানুষ-কাছের সম্পর্ক ! এদের উপেক্ষার মঞ্জিল যা ছুঁতে পারে হয়তো তাই ! তাইতো, হৃদয়ের অদর্শিত অস্পৃশ্য জমিনে অবলিয়ায় বিচরন করে একটি মানুষ-একটি স্বপ্নের আনাগোনা জীবনের অববাহিকায় বহমান বহিত ভাবনার জলে, ভেসে বেড়ায় নির্মল আবেশ মেখে যার সৃষ্ট সুপ্ত ঢেউ এঁকে যায় তার অবারিত অবস্থান। ভাবনার মরুময়তা , স্বপ্নের আবেগ আর সমালোচনার ফসল বহমান প্রতিটি কাজের অদৃশ্য নাবিক তুমি তার পরও কি বলবে তুমি? হওনি কাছের মানুষ!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments