নাটোর নিউজ বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষকদের ১৫ দিন ব্যাপী ব্যাসিক আইসিটি প্রশিক্ষণ শুরু হয়েছে।
উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ভবনে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসার্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) কেন্দ্রে বৃহস্পতিবার ২০২০-২১ অর্থ বছরে এ প্রশিক্ষণের ষষ্ঠ ও সপ্তম ব্যাচের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল।
সহকারী প্রোগ্রামার জহির আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষক সাইফুল ইসলাম ও শিক্ষক কামরুজ্জামান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যসিক বিষয়ে দুই ব্যাচে মোট ৪৮ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।