নওগাঁয় বাজারগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত
তৌহিদ, নওগাঁ , নাটোর নিউজ: নওগাঁয় শুরু হয়েছে বিশেষ লকডাউন। নওগাঁ পৌরসভা ও সীমান্তবর্তী নিয়ামতপুর উপজেলায় চলবে ৭দিন ব্যাপী এই লকডাউন।
তবে স্থানীয় প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে বাজারগুলো ফাঁকা স্থানে বসাসহ শতভাগ স্বাস্থ্যবিধি মানার বিধিনিষেধ জারি থাকলেও তা মানা হচ্ছে না। বিশেষ করে শহরের পাইকাড়ী কাঁচা ও মাছ বাজারগুলোতে। এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশী চেকপোষ্ট দেখা গেছে। লকডাউন তদারকির দায়িত্বে প্রশাসনের একাধিক ভ্রাম্যমান টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
নওগাঁ জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, লকডাউন কঠোর করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শহরের মোড়ে মোড়ে পর্যাপ্ত পুলিশ ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, লকডাউন সফল করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমান আদালতের কয়েকটি টিম কাজ করছে