তুমিও পাল্টাও
শাহিনা রঞ্জু
অপেক্ষা করে লাভ নেই পৃথিবীটা নিজেকে পাল্টাচ্ছে তার ইচ্ছে মতো এখানে থাকতে গেলে পাল্টাতে হবে তোমাকেও। বিদ্যমান জ্ঞান অভিজ্ঞতাকে শান দিয়ে নিতে পারো নাহলে ঝরা পাতার মত হারিয়ে যেতে হবে। অবশ্য সবাই হারিয়ে যায় সময়ের সাথে সাথে আর কেউ কেউ একটা রেখাপথ তৈরী করে দাগ রেখে যায়, অশতিপর বৃদ্ধ হয়ে কী হবে জীবন দেখে? পুরনো ভুল স্মৃতি জমা রেখে ভুলের পাহাড় গড়ে কোন কাজ নেই। জগৎ পাল্টাচ্ছে একটু একটু করে নিজের মতন করে তুমিও নিজেকে পাল্টে নাও তোমার মতন করে।