অধ্যাস/ কাজী আতীক।
দুর্দান্ত খবরের শিরোনাম হয়ে যাঁদের হাত এফোঁড় ওফোঁড় গোলকের সবখানে তাঁরা ভুলে যায় বেমালুম তাঁরাও যে শিশু ছিলো কখনো, যেনো কখনো শোনেনি তাঁরা- মায়ের জঠর আঁতুড়ঘর তাঁর জন্মের ইতিকথা। পশুশিশুর চেয়ে হাজারগুণ অসহায় মানবজন্ম, হাত পা’ শরীরের থাকেনা নির্ভরতা কোনো। অথচ কিছু মানুষ অর্জিত শক্তি আর বুদ্ধি দিয়ে রাখতে চায় মানুষ ও পৃথিবীকে পদানত করে, তারা কেবল ইন্দ্রিয়ের আনুগত্য ধ্যানজ্ঞান করে। তাঁরা ভুলে যায় একদিন ফিরে আসবে আবার শিশু কাল অসহায় সময় তাঁদের বার্ধক্য রূপে, অতঃপর একদিন তাঁদেরও যেতে হবে পরপারে।