Homeসাহিত্যঅধ্যাস/ কাজী আতীক

অধ্যাস/ কাজী আতীক

অধ্যাস/ কাজী আতীক।

দুর্দান্ত খবরের শিরোনাম হয়ে যাঁদের হাত এফোঁড় ওফোঁড় গোলকের সবখানে তাঁরা ভুলে যায় বেমালুম তাঁরাও যে শিশু ছিলো কখনো, যেনো কখনো শোনেনি তাঁরা- মায়ের জঠর আঁতুড়ঘর তাঁর জন্মের ইতিকথা। পশুশিশুর চেয়ে হাজারগুণ অসহায় মানবজন্ম, হাত পা’ শরীরের থাকেনা নির্ভরতা কোনো। অথচ কিছু মানুষ অর্জিত শক্তি আর বুদ্ধি দিয়ে রাখতে চায় মানুষ ও পৃথিবীকে পদানত করে, তারা কেবল ইন্দ্রিয়ের আনুগত্য ধ্যানজ্ঞান করে। তাঁরা ভুলে যায় একদিন ফিরে আসবে আবার শিশু কাল অসহায় সময় তাঁদের বার্ধক্য রূপে, অতঃপর একদিন তাঁদেরও যেতে হবে পরপারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments