একটি জীবন বাঁচানোর আকুতি। Appeal to save a life.
মো: শাহাদৎ হোসেন,প্রভাষক,দর্শন,কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম।(স্থায়ী ঠিকানা: পিতা: মো: আনারুল হক, গ্রাম-মমিনপুর,রংপুর সদর,রংপুর। তিনি ৩৭ বিসিএস এর শিক্ষা ক্যাডারের একজন সদস্য। সদ্য বিবাহিত শাহাদৎ এর বয়স মাত্র ২৯ বছর এবং দরিদ্র বর্গাচাষীর একমাত্র উপার্জনক্ষম সন্তান। দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে (Acute Myeloid Leucomia) আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (ব্লক-সি, কক্ষ নং- ৩১৫) এক জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা এতটাই সংকটাপন্ন যে উক্ত প্রতিষ্ঠানের চিকিৎসক কুড়িগ্রামের কৃতি সন্তান ডাক্তার সৈয়দা শওকত জেনি জরুরী ভিত্তিতে তাঁকে সিঙ্গাপুর অথবা ভারতে স্থানান্তর করার পরামর্শ প্রদান করেছেন।বোন ম্যারো ট্রান্সপ্লান্টসহ তাঁর চিকিৎসার জন্য কমপক্ষে ৮০ লাখ টাকার প্রয়োজন।
কিন্তু তাঁর দরিদ্র পিতার পক্ষে সামান্য টাকা ব্যয়ের কোন সামর্থ্য নেই। এমনকি নিজ অর্থব্যয়ে তাঁদের পক্ষে ঢাকা যাতায়তও সম্ভব নয়। এমতাবস্থায় কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার তাঁর পাশে দাড়িয়েছে এবং প্রাথমিক অবস্থায় ব্যক্তিগত অনুদানে ছয় লক্ষাধিক টাকা সংগ্রহ করে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। সোনালী ব্যাংক,কুড়িগ্রাম শাখায় শাহাদৎ হোসেন চিকিৎসা সহায়তা তহবিল নামে একটি হিসাব খোলা হয়েছে যা অধ্যক্ষ মহোদয় সহ আরও দু’জন কর্মকর্তার যৌথ স্বা্ক্ষরে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে। সাহায্য প্রদানকারীদের সুবিধার্থে বিকাশ ও নগদ হিসাব খোলা হয়েছে যা একই নিয়মে পরিচালিত হবে।
এমতাবস্থায় কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার দেশ বিদেশের সকল মানবদরদী ব্যক্তি,সরকারি/বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ যে কোন নাগরিকের নিকট সাহায্য প্রাপ্তির জন্য আকুল আবেদন জানাচ্ছে। দেশের ১৬ কোটি মানুষ যদি ১ টাকা করেও সাহায্য করে এরকম ২০ জন শাহাদতের চিকিৎসা করা সম্ভব। মানুষ মানুষের জন্য-এ প্রত্যাশায়,কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার। অনুরোধ ক্রমে- প্রফেসর মো: আব্দুল মান্নান, অধ্যক্ষ,কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম; মোবাইল:০১৭১৮৮৩৭৪০৭ এবং প্রফেসর মীর্জা মো: নাসির উদ্দিন,উপাধ্যক্ষ,কুড়িগ্রাম সরকারি কলেজ,কুড়িগ্রাম;মোবাইল: ০১৭১৬২৬৩৩২৪।
(দয়া করে সকলের নিকট পৌছাতে লেখাটি শেয়ার করুন। কেউ কপি-পেস্ট করবেন না)
সহযোগিতার জন্য:
১। হিসাব নম্বরঃ 5208401028524
রাউটিং নম্বরঃ 200490407
সোনালী ব্যাংক লিমিটেড, কুড়িগ্রাম শাখা।
২।বিকাশঃ 01716583369
৩। নগদঃ 01716583369
Md. Shahadat Hossain, Lecturer, Philosophy, Kurigram Government College, Kurigram. (Permanent Address: Father: Md. Anarul Haque, Village-Mominpur, Rangpur Sadar, Rangpur. He is a member of the education cadre of 37 BCS. The newly married Shahadat is only 29 years old and the only earning child of the poor class almost landless family. Suffering from Blood Cancer (Acute Myeloid Leucomia) is currently under treatment by a specialist doctor at Bangabandhu Sheikh Mujib Medical University (Block-C, Room No-315) His condition is so critical that the doctor of the institution and proud dauther of Kurigram Dr. Syeda Shaukat Jeni has adivised to urgently transfer him to Singapore or India. He needs at least 80 lakh taka for his treatment including Bone Marrow Transplantation. But his poor father can’t afford to spend a little money. They can’t even travel to Dhaka by their own money. In this situation, the Kurigram Government College family has started medical activities by collecting more than six lakhs taka in personal donations . The College Authority has opened an account with Sonali Bank, Kurigram branch named Shahadat Hossain Medical Assistance Fund which will be conducted on the basis of specific policy in the joint signature of the Principal and two other officers. Bkash, and Cash accounts have been opened for the convenience of the aid providers which will be operated in the same rules. In this situation, the Kurigram Government College family is requesting all the humanitarian persons, government / private institutions, business institutions including any citizen to get help from the country and abroad. If the 16 crore people of the country help even with 1 taka, it is possible to treat 20 such Shahadats. Man is man-holding this truth the Kurigram Govt. College family waiting for help.
On request- Prof. Md. Abdul Mannan, Principal, Kurigram Government College, Kurigram; Mobile: 01718837407 and Prof. Mirza Md. Nasir Uddin, Vice Principal, Kurigram Government College, Kurigram; Mobile: 01716263324
(Please share the article to reach everyone. Don’t copy-paste)
For Co-operation:
1 Account number: 5208401028524
Routing number: 200490407
Sonali Bank Limited, Kurigram Branch. Bangladesh.
2 Bikash: 01716583369
3. CASH: 01716583369