Homeসাহিত্যমৃত্যু ; পৃথিবীর শ্রেষ্ঠতম সত্যের নাম - আসাদজামান এর কবিতা

মৃত্যু ; পৃথিবীর শ্রেষ্ঠতম সত্যের নাম – আসাদজামান এর কবিতা

মৃত্যু ; পৃথিবীর শ্রেষ্ঠতম সত্যের নাম
আসাদজামান

গাড়ি তো সচলই ছিল, সামান্য ত্রুটিতে যেভাবে
পড়ে যায় খাদে
মৃত্যু যে জীবনের এত কাছাকাছি, ভাবিনি কখনো তা
আগে।
জন্ম মানে শো-রুম থেকে বেরুনো গাড়ির মত চলমান ইঞ্জিন
জীবনে চলার পথে আসুক যতই দুর্দিন,মৃত্যু কখনও
হয় না সম্পর্কহীন।
সব কিছু বাদসাধে একদিন, চলে যায়,সরে যায় দূর পারাপারে
মৃত্যুই বসে থাকে নাছোড়বান্দা হয়ে, কেবল প্রতিটি জীবের দ্বারে।
আর সব কল্পনা, মনভোলানো রঙের গেলাস ভর্তি বাহারি মদ
সবখানে ওঁৎ পেতে থাকে মৃত্যু, পাহাড় মরু বনভূমি
লোকালয় জনপদ।
বাঁচবে না কোথাও কেউ, স্থলে অন্তরীক্ষে এমন কি
জলেও মিন
এমনি করে মৃত্যু গ্রাস করবে জানি আমাকেও কোন একদিন।
৩১.০৫.২০২১

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments