Homeগুরুত্বপূর্ণনাটোরসহ সীমান্তবর্তী সাত জেলায় বিশেষ লকডাউনের সুপারিশ

নাটোরসহ সীমান্তবর্তী সাত জেলায় বিশেষ লকডাউনের সুপারিশ

নাটোরসহ সীমান্তবর্তী সাত জেলায় বিশেষ লকডাউনের সুপারিশ

নাটোর নিউজ: উত্তরবঙ্গের নাটোর সহ ভারতীয় সীমান্তবর্তী সাত জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বিশেষ লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এই সীমান্তবর্তী সাত জেলা হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।

বিশেষজ্ঞ কমিটি সূত্রে জানা যায়, শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে।এসব জেলায় করোনার সংক্রমণ বেশি।আজ রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এছাড়াও নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।

জানা গেছে, বিশেষজ্ঞ কমিটির এ সুপারিশ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানানো হবে।। মন্ত্রণালয়ে বিকেলে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২৪ মে রাত থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments