নাটোর নিউজ বাগাতিপাড়া : নাটোরের বাগাতিপাড়ায় নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী উপহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হল রুমে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. শাহিনুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্পের ক্রেডিট ম্যানেজমেন্ট অফিসার রফিকুল ইসলাম। প্রশিক্ষণে ২৫ জন উপসহকারী কর্মকর্তা অংশ নেন।