পুস্পদুঃখ
মনিরজামান
আরো ক’ছিপি হলাহল, গুচ্ছ ফণা
তুলে রাখি তূণভরা তির
উড়োচিঠির শব্দের কণা
পথের কাঁটা, দূর্বাদল মৃত নদীর!
আরো কিছু কীটদুষ্ট পুস্পদুঃখ
ক্ষত কিছু বুকের গভীর
অভিধানে থরেবিথরে রঙরুক্ষ
তুলে রাখি বৃশ্চিক চক্র রাশির!
দেবী! সোহাগ আদর নৈবেদ্যে রাখি
লালমাটি ছেনে লেপিপুঁছি তোমার আসন
কত ধূপ-ধুনো দিই সোনাপাখি
তবু জ্ঞাত-অজ্ঞাতে শোনাও ত্রাশন!
তুমি ছিলে না আমি ছিলাম সেই আদিতে,
এত স্তুতি পেয়েও নরাধম ভাবো?
জেনো তবে নিশ্চিৎ একদিন ঐ বেদীতে
আগুন জ্বালিয়ে দেবো!