জীবন এক স্বপ্নের নাম
জাহিদুল মাসুদ
সর্বশক্তিমানের কাছে অশেষ কৃতজ্ঞতা আমার এই ৪০ বছরের জীবনের জন্য। কৃতজ্ঞতা মায়া ভরা শৈশব, স্বপ্নময় কৈশোরের জন্য,এই ৪০ বছরের প্রতিটি দিনের জন্য, প্রতিটি মুহূর্তের কোটি কোটি শ্বাস প্রশ্বাসের জন্য। আমারতো অহংকার করার কিছুই নেই। আমিতো মানুষ হয়ে নাও জন্মাতে পারতাম, অন্য কোন প্রাণী কিম্বা কীটপতঙ্গ হয়ে জন্মাতে পারতাম, কোন এক উদ্ভিদ হয়েও জন্মাতে পারতাম। অথবা এই মানব জনম না-ও পেতে পারতাম। কিন্তু সর্বশক্তিমান আমাকে এই মানব জনম দান করেছেন। মহান লালন গেয়েছেন, ‘এমন মানব জনম আর কি হবে?’ এই মন ও শরীর কত কিছু উপভোগ করছে। চোখ দিয়ে কত কিছু দেখছি, কত সৌন্দর্য, কান দিয়ে শুনছি কত কথা,কত গান। জিহ্বা দিয়ে স্বাদ নিচ্ছি কত সুমিষ্ট খাদ্যের। এই মানব জনম না পেলে এসব কিছুই পেতামনা।
অতি শৈশবের চৌগ্রাম, মামা বাড়ি দমদমা, পিপুল বাড়িয়া, কৈশরের চৌগ্রামের আলো বাতাসের জন্য কৃতজ্ঞতা। বাবা-মায়ের ভালোবাসার পাশাপাশি নিষ্পাপ দাদা-দাদির ভালোবাসা, আমাদের পূবমুখি বাড়ি, ডালিম গাছওয়ালা একটি উঠোন, বাড়ির নিচে বরইয়ের ভাড়ে নুয়ে পড়া ঝাকড়া বরই গাছ থেকে শুরু হওয়া দক্ষিণের বিশাল খোলা মাঠ, যে বিশাল খোলা মাঠ দেখে দেখে আমি বড় হয়েছি, বুকটা ভরে তুলেছি- এসবের জন্য কৃতজ্ঞতা। আমি যখন ‘পথের পাঁচালী’র অপুর বয়সী তখন বাড়ির পূর্বদিকের উঁচু সড়কের দিকে তাকিয়ে থেকেছি আর ভেবেছি, সড়কের ওপারের দেশটা কতইনা দূরের! আমাদের বাড়ির উত্তরের পুকুরটার চারপাশে আমার সব দাদাদের বাড়ি- আজমত, কিসমত, জব্বার, আইজুদ্দি। গ্রীষ্মকালে এই পুকুরে আমি সাঁতার কেটেছি,শীতকালে এই পুকুরের ঠান্ডা পানিতে আমি গোসল করেছি। পানি সেঁচা কাদা পানিতে মাছ ধরেছি। আমার সঙ্গী আমার বযসী রফিকুল কাকা, চাচাতো বোন মরিয়ম।
ক্রমান্বয়ে বড় হতে থাকি। আবিষ্কার করতে থাকি এই সুন্দর চিরসবুজ পৃথিবীর সৌন্দর্য, মাথার উপরের এই বিশাল আকাশ আর শক্তির প্রধান উৎস সূর্যের আলো, বারবার ফিরে আসা একটি রাত এবং একটি দিন,কত বৃষ্টি ভেজা রাত, বৃষ্টি ভেজা সন্ধ্যা, কোন কোন রাতে চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না, পাখ-পাখালির কুজন ভরা, রঙিন ফুলের সুবাস ভরা এক একটা বসন্ত, গ্রীষ্মকালের তাপদাহ, বর্ষাকালে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো চাঁদনী রাত, শীতকালের কুয়াশা, শিশির, গুড়-মুড়ি খাওয়া রোদ পোহানো সকাল, হলুদ সর্ষে ক্ষেত। কত কি! আহা! কি উদার এই প্রকৃতি। সর্বশক্তিমান উদার হস্তে কতকিছু আমাকে দান করেছেন। যে অমূল্য সম্পদগুলো আমি না চাইতেই পেয়েছি তার জন্য সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করা অন্যায়।