বড়াইগ্রাম, নাটোর নিউজ: নাটোরের বড়াইগ্রামে প্রতিহিংসাঃবশত কৃষকের জমির পাট কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ শান্তিগাড়ি বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভান্ডারদহ গ্রামের নারায়ণ চন্দ্র প্রামাণিক শান্তিগাড়ি বিলে ১৭ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছিলেন। প্রায় দুই বছর আগে তিনি মারা গেলে ওয়ারিশ সুত্রে তার ভাগিনা নয়ন কুমার শীল জমিতে ফসল চাষ করছেন। চলতি মৌসুমে তিনি ওই জমিতে পাটের চাষ করেন। কিন্তু বুধবার রাতে কে বা কারা সে জমির পাটগাছগুলো এলোপাথাড়ি কেটে ফেলে রেখে গেছে। এতে তার কমপক্ষে ৪০-৪২ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ চাষীর।
ক্ষতিগ্রস্থ চাষী নয়ন কুমার শীল জানান, আমার মামার রেখে যাওয়া অর্থ-সম্পদ নিয়ে আমার ধর্মান্তরিত খালা ও তার স্বামী ভান্ডারদহ গ্রামের রাশিদুল ইসলাম শুরু থেকেই আমাদের সাথে শক্রতা করে আসছেন। তারাই আমার জমির পাট কেটে ফেলেছে বলে আমার ধারণা।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।