লালপুর নাটোর নিউজ : নাটোরের লালপুর থেকে ১৬ ইমো হ্যাকারকে আটক করেছে র্যাব। ২৫ মে মঙ্গলবার সন্ধ্যে ছয়টার দিকে উপজেলার মোহরকয়া এলাকা থেকে “ইমো” হ্যাকিং করে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ওই ১৬ সদস্যদের আটক করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কোম্পানী কমান্ডারের কার্যালয় সিপিসি-২,নাটোর ক্যাম্প র্যাব-৫, প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে লালপুর উপজেলার মোহরকয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ১ টি ল্যাপটপ, ৬ টি মোবাইল ফোন ২ টি রাউটার সহ উপজেলার মোহরকয়া গ্রামের এয়ারুল ইসলামের ছেলে পাপ্পু আলী(১৯), বজলুর রহমানের ছেলে আজিম আলী সম্রাট (১৯), চকবাতকয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে অন্তর উদ্দিন বিল্লু (১৮), লোকমান হোসেনের ছেলে সজীব আলী (১৮)পাইকপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে স্বাধীন (১৮)কে আটক করে।
পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে পৃথক একটি অভিযানে উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়াগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে কম্পিউটার, মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো”হ্যাকিং করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ১ টি ট্যাবলেট কম্পিউটার, ২১ টি মোবাইলসহ উপজেলার মোহরকয়া ভাঙাপাড়া গ্রামের আজিজ মোল্লার ছেলে ফরিদ উদ্দিন (২৫), ইয়াসিন আলীর ছেলে রবিউল ইসলাম (২২), মনসুর রহমানের ছেলে মোহন সরকার(২২), নুর আলম সরকারের ছেলে শাহপরান সরকার (২০), উত্তর লালপুর পুরাতনবাজার এলাকার সাইফুর রহমান মজনুর ছেলে আশিকুর রহমান বিন্টু (২২), রামকৃষ্ণপুর গ্রামের রশিদের ছেলে মহিন (২১), মোহরকয়া নতুন পাড়ার ইনছার মন্ডলের ছেলে শাহাবুল ইসলাম (৩৫), মনিহারপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৬) কে আটক করা হয়।
পরে ওই ১৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের পর লালপুর থানায় হস্তান্তর করা হয়।