মুদ্রণ প্রমাদ!
মনিরজামান
মনিরজামান
বড় অসময়ে মুদ্রিত হয়েছি
আকর্ষণশূন্য ত্বকে তাই তিক্ত বিস্বাদ,
তিন মাস দশ দিন কম নয়
ছিল আরো মুদ্রণ প্রমাদ!
গৃহহারা মেঘেরা কাঁদছে কোথাও
দিন শেষে চোখে জমে শ্রান্তি,
দিগন্তের ওপারে আকাশ নেমেছে
নিখুঁতও কখনও ভ্রান্তি!
মাঠে এত সমূহ জোছনা
তবু চাঁদমুখে জাগে কলঙ্ক,
অগাধ ক্ষত বুকে ঘুরছে পৃথিবী
আবডালে পাখি কষছে সেসব অঙ্ক!
কিছু হারানোদের কিছু তো থাকে
সব হারানোদের হিম্মত,
জন্মেই পড়েছি জিহাদের মাঠে
মনে ভাবি এই তবে কিসমত!