আগুন বাঁশিতে খুন
আ|সা|দ|জা|মা|ন
বিদ্রোহ সব গেছি আজ ভুলে
বাসরে কাঁদে না নার্গিস
সারা নিশি জাগি তুলি কত রাগ
ওঠে না বাঁশিতে বিষ
সব ব্যাথারে জড়ো করি যদি
তবু কি ব্যাথার দানে!
গাহে না যে গান, বুলবুল পাখি
ঝিঙেফুল আর দোলনচাঁপার বনে।
কত বিষাদের রঙ মাখি তবু
হয় না চিত্র তুলিতে
চিরতরে দূরে চলে গিয়েও তুমি
দাওনি তোমারে ভুলিতে।
সব বিদ্রোহ ভুলে গেছি আজ
আগুন বাঁশিতে খুন
প্রেমের মালা পরিয়ে গ’লে
ছোঁড়া সে তোমার তূণ।
সে মুকুট খালি,আজও শূন্য
দ্রোহের তখত তাজ,
শেখাতে সে প্রেম, এসো একবার
ওহে! বিদ্রোহের যুবরাজ।
(আজ ১১ জৈষ্ঠ্য বিদ্রোহের বরপুত্রের
জন্মদিন)